পীরগঞ্জে সাংবাদিককে প্রাননাশের হুমকির অভিযোগ , দুই কর্মকর্তাকে আদালতে হাজিরের নির্দেশ 135 0
পীরগঞ্জে সাংবাদিককে প্রাননাশের হুমকির অভিযোগ, দুই কর্মকর্তাকে আদালতে হাজিরের নির্দেশ
পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি:
রংপুরের পীরগঞ্জ উপজেলার দৈনিক আমার সংবাদ ও অনলাইন সময়ের কন্ঠসর, বজ্রকন্ঠ, জাগো বাহে ২৪ ডম কম অনলাইন পত্রিকার প্রতিনিধি ও পীরগঞ্জ সাংবাদিক কল্যাণ ট্রাষ্টের সাধারণ সম্পাদক আব্দুল করিম সরকারকে প্রাননাশের হুমকি দেওয়ার অভিযোগে কোর্টে মামলা হয়েছে। এ ঘটনায় ওই সাংবাদিক বাদী হয়ে গত ২৬ জানুয়ারী রংপুরের বিজ্ঞ নির্বাহী ম্যাজিষ্ট্রেট আদালতে অভিযুক্ত দুই সরকারি কর্মকর্তার বিরুদ্ধে মামলা দায়ের করলে আদালত তাঁদেরকে হাজির হয়ে কারণ দর্শানোর নির্দেশ দিয়েছেন। মামলায় আসামী করা হয়েছে, রংপুরের শিক্ষা অধিদপ্তরের প্রকৌশলী রংপুর ও পীরগঞ্জের উপসহকারি প্রকৌশলী আবু সাঈদ আকন্দ (৪২) ও পীরগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মিজানুর রহমানকে (৪৫)। ওই মামলায় উলেখ করা হয়েছে, ওই দুই কর্মকর্তার অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে বিভিন্ন সময়ে সত্য ও বস্তুনিষ্ট একাধিক সংবাদ বেশ কয়েকটি পত্র-পত্রিকায় খবর পত্রিকায় প্রকাশিত হয়। এতে তাঁরা ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং পৃথকভাবে বিভিন্ন সময়ে আব্দুল করিম সরকারকে মুঠোফোন সহ ভাড়াটিয়া গুন্ডা বাহিনী দ্বারা অকথ্য ভাষায় গালিগালাজ ও প্রান নাশের হুমকি দেন। এক পর্যায়ে গত ২২ জানুয়ারী বিকেল সাড়ে পাঁচটার দিকে রংপুর মহানগরের ডিসির মোড়ের কাছে আব্দুল করিম সরকারকে একা পেয়ে ওই দুই কর্মকর্তাসহ ভাড়াটিয়া লোকজন শারীরিক ভাবে লাঞ্চিত করার চেষ্টা করেন। এসময় পথচারীদের উপস্থিতিতে ওই দুই কর্মকর্তা তাঁকে প্রান নাশসহ বিভিন্ন ধরণের ক্ষতি করার হুমকি দিয়ে সটকে পড়েন। বিজ্ঞ আদালত বাদীর ওই অভিযোগটি গ্রহন করে আগামী মাসের ২৫ ফেব্র“য়ারী ওই দুই কর্মকর্তাকে আদালতে হাজির হয়ে কারণ দর্শানোর নির্দেশ দিয়েছেন। সাংবাদিক আব্দুল করিম সরকার জানান, গত বছরের ২৬ ডিসেম্বর দৈনিক আমার সংবাদ ও স্থানীয় দৈনিক আমাদের প্রতিদিন, জাগো বাহে ২৪ ডট কম সহ বেশ কয়েকটি পত্র-পত্রিকায় পীরগঞ্জের পানবাজার ডিএম উচ্চবিদ্যালয়ের ভবন নির্মাণ কাজে অনিয়ম ও দুর্নীতির সঙ্গে জড়িত থাকার অভিযোগে উপসহকারি প্রকৌশলী আবু সাঈদ আকন্দ এবং এর আগে উপজেলা বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমানের বিরুদ্ধে বিভিন্ন প্রকল্প বাস্তবায়নে অনিয়ম দুর্নীতির একাধিক সংবাদ প্রকাশিত হয়।